OPPO, VIVO ফোন গুলোতে হঠাৎ করে একটি Malware App নিজে নিজে Installed হয়েছে
নাম হচ্ছে "Spin Maze" এটি "TouchPal" নামক একটি Keyboard App এর কারণে ছড়িয়ে পড়েছে।
তাই সবাইকে এটার Prevention হিসেবে বলছি যে আপনারা মোবাইল এর সেটিংস এ যাবেন গিয়ে সেখানে App Setting এ ঢুকবেন।
সেখানে যাওয়ার পর TouchPal এর যত গুলো App Running আছে সব গুলো "Force Stop" করবেন।
করার পর আপনারা তখন সেই Malware App টি Remove করে দিবেন তাহলে আর এটা নিজে নিজে Installed হবে না।
এই App টি ফোন থেকে ডাটা চুরি করতে সক্ষম।
তাই সবাইকে সর্তক থাকার জন্য বলা হচ্ছে যারা OPPO, VIVO ব্যবহার করেন তাদেরকে।
যারা Gboard Or Ridmik Keyboard কিংবা অন্য Keyboard ব্যবহার করতেন তারা এই Malware এ Effected হয়নি। তবে TouchPal in Process এ থাকলে Effect হওয়ার সম্ভাবনা অনেক।
জনসচেতনতায়ঃ সাইবার ৭১
Tags:
News